Followers

ট্রাম্প যেভাবে মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন...

 

ট্রাম্প যেভাবে মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন...

    লেখা:ডেভিড ব্রেনার / প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংফাইল ছবি

গত ২৫ জুলাই মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ কয়েকজনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। এ ঘটনা মিয়ানমার প্রশ্নে কয়েক দশক ধরে চলে আসা মার্কিন পররাষ্ট্রনীতির পুরোপুরি বিপরীত অবস্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

 ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছিল। এর মাধ্যমে মিয়ানমারের নিষ্ঠুর সামরিক সরকারের অব্যাহত দমন-পীড়ন ও বিমান হামলার মুখে প্রতিরোধ করে যাওয়া দেশটির গণতন্ত্রপন্থীদের প্রতি সংহতি জানানো হয়েছিল।

এই নিষেধাজ্ঞা প্রত্যাহারকে অনেকে ‘মিয়ানমারের ওপর ট্রাম্পের পিছু হটা যুদ্ধের’ সর্বশেষ অধ্যায় হিসেবে দেখছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরেকবার চীনের হাতে কৌশলগত বিজয় তুলে দেওয়া হলো।

 নৈতিকতার মানদণ্ডে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ মোটেও অবাক করার মতো বিষয় নয়।ট্রাম্প এরই মধ্যে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ফেলে এসেছেন, গাজায় জাতিগত নিধনযজ্ঞের পক্ষে ওকালতি করেছেন এবং আমেরিকান গণতন্ত্রের যেটুকু অবশিষ্ট আছে, সেটি মুছে ফেলতে সক্রিয়ভাবে কাজ করছেন; কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়া ঘটনাটি শুধু নীতিগত ব্যর্থতা নয়, এটি চরম মাত্রার কৌশলগত ভুলওমিয়ানমার প্রশ্নে মার্কিন নীতি পরিবর্তনের পেছনে কী আছে, সেটি এখনো অস্পষ্ট। যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি; কিন্তু সময়টা খুব কৌতূহলোদ্দীপক। কেননা, মাত্র কয়েক দিন আগে মার্কিন কংগ্রেসে দুই দলের (রিপাবলিকান ও ডেমোক্রেটিক) 

সমর্থনে তিনটি বিল পাস হয়েছে, যেখানে সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং জান্তা সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।মিয়ানমারের জান্তাপ্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং সম্প্রতি শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্পের বাড়াবাড়ি রকম প্রশংসা করেছেন।

 ট্রাম্পের পররাষ্ট্রনীতি যে পরিচালিত হচ্ছে ব্যক্তিগত চাটুকারিতা ও আত্মপ্রশংসার ওপর ভর করে, এটা তার আরেকটি দৃষ্টান্ত। কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি পাল্টানোর পেছনে আরও হিসাবি উদ্দেশ্য আছে। ব্যবসায়ী লবিস্টরা ট্রাম্পকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে মিয়ানমারে মাটির নিচে যে বিরল খনিজ আছে, তা স্মার্টফোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সম্পদ হতে পারে।

দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার শুরু...

 profitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.j

দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার শুরু... প্রকাশ: ০১ আগস্ট ২০২৫,   

profitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.j ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার শুরু...

বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজন করল ট্রান্সক...

 Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজন করল ট্রান্সক...    
ট্রান্সকম লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘ট্রান্সকম কেয়ারস’ শীর্ষক রক্তদান কর্মসূচি, বুধবার দুপুরেছবি: ট্রান্সকমের সৌজন্যে  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে ‘ট্রান্সকম কেয়ারস’ শীর্ষক জরুরি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ট্রান্সকম লিমিটেড।
Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন বিপুল পরিমাণ রক্ত। সেই ডাকে সাড়া দিয়ে ট্রান্সকম লিমিটেডের প্রধান কার্যালয়ে বুধবার আয়োজিত হলো রক্তদান কর্মসূচি। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা—দুই পালায় চলে এই রক্তদান। এতে অংশ নেন ট্রান্সকমের বিভিন্ন বিজনেস ইউনিটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করেছে ট্রান্সকম লিমিটেড। মানবিক এই উদ্যোগ সম্পর্কে ট্রান্সকম লিমিটেডের করপোরেট হেড অব এইচআর এম সাব্বির আলী বলেন, ‘এ রকম জাতীয় দুর্যোগের সময়ে দাঁড়িয়ে, যেখানে শতাধিক মানুষ, বিশেষ করে শিশুরা জীবনের সাথে লড়াই করছে, আমরা চেয়েছি শুধু শোকপ্রকাশ ছাড়াও অর্থবহ কিছু করতে। নিজ নিজ স্থান থেকে এভাবে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।’বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ট্রান্সকম কেয়ারস’ নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রান্সকম লিমিটেড চায় যেকোনো প্রয়োজনে কার্যকর ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে নিরলসভাবে দেশের মানুষের পাশে থাকতে।ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6

বিএনপি–জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা...

 https://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6বিএনপি–জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা... বিশেষ প্রতিবেদকঢাকা

আপডেট: ২২ জুলাই ২০২৫, ২১: ৩৩ 

চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং. https://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6  ফলো করুন

চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

https://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নিয়েছেনগতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় আজ সচিবালয় ও উত্তরায় বিক্ষোভের পর এ বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। https://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু...

Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু...   প্রতিনিধিজামালপুর
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০: ৫৯
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তোলা ছবিপ্রথম আলো 
 ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিক হলেন ওই ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জনাব মন্ডলের ছেলে যদু মিয়া (৩৫)। তাঁরা দুজন নির্মাণশ্রমিক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়া এলাকার একটি মসজিদে মাসখানেক আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর আজ বিকেল সাড়ে চারটার দিকে মোশারফ ও যদু ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যান। এ সময় ভেতরেই অচেতন হয়ে পড়েন তাঁরা। বিষয়টি অন্য শ্রমিকেরা টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. রহিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সম্প্রতি সেপটিক ট্যাংকটি নির্মাণ করা হয়েছিল। ট্যাংকের ভেতরে সাটার (কাঠের পাটাতন) ও বাঁশ খুলতে প্রথমে একজন ওই ট্যাংকের ভেতর নামেন। কিন্তু তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরও একজন নামেন, তখন তাঁরও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে অন্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং তাঁরা তাঁদের দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁরা উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।রহিজ উদ্দিন বলেন, ‘আমরা সেখানে গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করি। পরে তাঁদের দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।’...ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6

২০০ মিটার সড়কে নরকযন্ত্রণা...

২০০ মিটার সড়কে নরকযন্ত্রণা...  আবদুল্লাহপুর মোড় থেকে উত্তরার দিকে পলওয়েল শপিং সেন্টারে যাওয়ার সড়কের ২০০ মিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  ড্রিঞ্জা চাম্বুগংঢাকা
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩: ৫৯ 
উত্তরা হাউস বিল্ডিং থেকে আবদুল্লাহপুরের দিকে যাওয়ার পথে অটোরিকশাটি গর্তে কাত হয়ে যায়। গত শুক্রবার দুপুরেপ্রথম আলো...   রাজধানীর আবদুল্লাহপুর মোড় থেকে উত্তরার দিকে পলওয়েল শপিং সেন্টার। সড়কের ওইটুকু অংশ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসড়কের নিচে অবস্থিত। প্রায় ২০০ মিটার সড়ক চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ওই অংশটুকু এমনভাবে ভেঙে গেছে যে চরম ভোগান্তিই এখন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের নিত্যসঙ্গী।আবদুল্লাহপুর মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য এবং ওই সড়ক দিয়ে চলাচলকারী বাসচালক ও যাত্রীরা জানিয়েছেন, বিআরটি প্রকল্পের উড়ালসড়ক নির্মাণকাজের শুরু থেকেই ওই সড়কে চলাচলে মানুষের দুর্ভোগ ছিল। তবে মাস দেড়েক সময়ের ব্যবধানে সড়কের ওই অংশটুকু ভেঙেচুরে একাকার হয়ে গেছে। ফলে দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভাঙাচোরা কিংবা খানাখন্দ নয়, সড়কে রীতিমতো বিশাল বিশাল গর্ত। কোনো কোনোটির গভীরতা এক-দেড় ফুট হবে। বৃষ্টির পানি জমে গর্তগুলো একেকটা ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে। এমন সব গর্ত আর খানাখন্দের মধ্য দিয়েই অত্যন্ত ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে যানবাহন।বিশাল গর্তের কোনো কোনো অংশে যাত্রীবাহী বাসের নিচের অংশের ঘষা লাগছে। কোথাও আবার প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশার মতো ছোট যানবাহন আটকে যাচ্ছে। সামনের কোনো গাড়ির এমন পরিস্থিতি দেখে পেছনে থাকা অন্য গাড়িগুলো চালকেরা ঘুরিয়ে তুলনামূলক ভালো অংশ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঝুঁকিপূর্ণ সড়কে যানবাহনের ধীরগতি, গর্তে আটকে যাওয়া কিংবা গাড়ি ঘুরিয়ে নেওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।শুক্রবার বেলা আড়াইটার দিকে দেখা যায়, উত্তরা হাউস বিল্ডিংয়ের দিক থেকে আবদুল্লাহপুরের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। চালক না বুঝেই পানি জমে থাকা একটি গর্তে সিএনজির সামনের চাকা নামিয়ে দেন। গর্তের গভীরতা বেশি হওয়ায়, সামনের চাকা পুরোপুরি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে চালক সিএনজি থামান এবং ভেতরের দুই যাত্রীকে নামান। পরে একজন পুরুষ যাত্রীসহ হেঁটে যাওয়া দুজন পথচারী গর্তে আটকে যাওয়া অটোরিকশাটিকে পেছনের দিকে টেনে তোলার চেষ্টা করেন।অটোরিকশাচালক সেলিম হোসেন বলেন, জমে থাকা কাদাপানির কারণে ভাঙা গর্ত এত গভীর, তা বুঝতে পারেননি। আরেকটু হলেই তাঁর অটোরিকশাটি উল্টে যেত।আবদুল্লাহপুরে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের এক পাশে টঙ্গীর দিক থেকে আসা যানবাহনের নামার র‍্যাম্প, অন্য পাশে হাউস বিল্ডিং বাসস্ট্যান্ড থেকে টঙ্গী-গাজীপুরের দিকে যাওয়া যানবাহনের উড়ালসড়কে ওঠার র‍্যাম্প। এ দুই র‍্যাম্পের মাঝে ও দুই পাশে সড়কের অবস্থা বেশি খারাপ। রাস্তা ভেঙে সৃষ্ট গর্তগুলো এ অংশেই বেশি বড় হয়ে গেছে। পশ্চিম দিকের সড়ক শুকনো থাকলেও অংশটি সরু এবং বড় বড় গর্তের কারণে ঢেউখেলানো। ওই অংশে যানজটও বেশি হয়। তাই উড়ালসড়কের সরাসরি নিচের অংশ দিয়েই বেশির ভাগ যানবাহন চলে।মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুর গন্তব্যে যাত্রী পরিবহনকারী পরিস্থান পরিবহনের চালকের সহকারী বারেক হোসেন বলেন, ‘রাস্তার এই অবস্থার কারণে প্রায়ই গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয় কিংবা ভেঙে যায়। বিশেষ করে গাড়ির নিচের বডি ঘষা খায়, ভেঙে যায়, চাকা ফুটা হয়। কিন্তু আমাদের রাস্তা এইটাই, তাই উপায় না দেখে এমন রাস্তাতেই গাড়ি চালাতে হয়।’
বারেক আরও বলেন, খুব সাবধানে গাড়ি চালানো লাগে। যাত্রীরাও ভয়ে থাকে। যানজটে আটকে থাকলে রাতের বেলা প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।বারেক আরও বলেন, খুব সাবধানে গাড়ি চালানো লাগে। যাত্রীরাও ভয়ে থাকে। যানজটে আটকে থাকলে রাতের বেলা প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা প্রথম আলোকে বলেন, রাস্তা খারাপের কারণে গাড়ির গতি কমে যানজট হয়। তখন ওই অংশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাস্তা ভালো থাকলে যানবাহন অন্তত চলমান থাকত। তখন এ ধরনের অপরাধ করার সুযোগ সৃষ্টি হতো না।ওই রাস্তা দিয়ে নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করেন টঙ্গীর স্টেশন রোডের বাসিন্দা এম এম শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিন এই ভাঙাচোরা রাস্তায় চলা যেন এক দুর্বিষহ যুদ্ধ। যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অথচ গন্তব্য বেশি দূরে নয়। এই যন্ত্রণা থেকে রেহাই চান তিনি।সড়ক ভাঙাচোরার কারণে ট্রাফিক পুলিশ সদস্যদের কষ্ট ও যাত্রীদের দুর্ভোগের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার সাঈদ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই ওই অংশের রাস্তা খারাপ। এক–দুই সপ্তাহ বৃষ্টির কারণে আরও বেশি খারাপ হয়েছে। গর্তে উল্টে যাবে, এই ভয়ে গাড়ি খুব ধীরগতিতে চলে।সড়কের বেহাল ও মেরামতের বিষয়ে বক্তব্য জানতে সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি।..

বাণিজ্যঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির সিদ্ধান্ত, চুক্তি আজ...

 অর্থনীতি

Sssprofitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.jsবাণিজ্যঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির সিদ্ধান্ত, চুক্তি আজ... 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেনফাইল ছবি: এএফপি..sssprofitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.jsবাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ব্যবধান কমে আসুক—বাংলাদেশ সরকারও তা চায়। কীভাবে এ ব্যবধান কমিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানো যায়, সে জন্যই মার্কিন রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। তার অংশ হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এত দিন যুক্তরাষ্ট্র থেকে গম আসত সাহায্য হিসেবে। বাণিজ্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জন্য উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে আজ রোববার। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষে খাদ্য অধিদপ্তর এবং ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা সমঝোতা স্মারকে সই করবেন।sssprofitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.js

সূত্রগুলো জানায়, সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তিন লাখ টন গম আমদানি করবে। প্রতি টনে ২০ থেকে ২৫ মার্কিন ডলার বেশি দিয়ে হলেও এ গম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে। তবে এ দফায় তিন লাখ টনের এমওইউ হচ্ছে না, হচ্ছে ২ লাখ ২০ টনের। প্রতি লটে বা কনসাইনমেন্টে ১ লাখ ১০ হাজার টন করে গম আসবে।

জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিন উদ্দেশ্য সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে বৈঠকগুলো চলছে। উদ্দেশ্যগুলো হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের পক্ষে জনমত গঠন (অ্যাডভোকেসি) এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি কমানো।সপ্তাহব্যাপী চলা বৈঠকগুলোর মধ্যে শেষটি হতে যাচ্ছে ২২ জুলাই, মঙ্গলবার। এটি হবে আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) সঙ্গে। বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও জুতা আমদানিকারক কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করে এই সংস্থা।sssprofitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.js


যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন, এক্সিলারেট এনার্জি এবং ইউএস হুইট অ্যাসোসিয়েটস, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) ও ইউএস কটন অ্যাসোসিয়েশনের সঙ্গে এরই মধ্যে অনলাইনে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা।


বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক হার কমিয়ে আনার ব্যাপারে দুই দফা আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠির ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট নতুন হার কার্যকর হলে বিদ্যমান ১৫ শতাংশের সঙ্গে নতুন হার যোগ হয়ে মোট শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে।


এ হার কমিয়ে আনার ব্যাপারে আরেক দফা আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা প্রথম আলোকে বলেন, তাঁরা যাচ্ছেন। তবে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তারিখ গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি।sssprofitableratecpm.com/ba/2c/ee/ba2cee19ab4c34650f0aac1f74d18cd8.js


এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পাল্টা শুল্কের হার কমিয়ে আনার ব্যাপারে তৃতীয় পর্যায়ের আলোচনার তারিখের জন্য আজ রোববার যুক্তরাষ্ট্রের কাছে ই-মেইল পাঠিয়ে অনুরোধ করা হবে।

গোপালগঞ্জে হামলা পরিবারের দাবি, তাঁরা রাজনীতি করতেন না...

 গোপালগঞ্জে হামলা পরিবারের দাবি, তাঁরা রাজনীতি করতেন না...গোপালগঞ্জে হামলা পরিবারের দাবি, তাঁরা রাজনীতি করতেন না...https://www.profitableratecpm.com/dsvjnc9f?key=0ec2a3dba38d3666b73fecb17ea7d118

গোপালগঞ্জে নিহত চারজন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে পরিবারগুলো দাবি করেছে। নিহত চারজনের মধ্যে দুজন দোকানি, একজন দোকান কর্মচারী ও অন্যজন রাজমিস্ত্রি। দুজনের বয়স ২০-এর নিচে।


বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ওই চারজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রতিবেদকেরা নিহত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন।


নিহত চারজন হলেন মুঠোফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক দোকানি দীপ্ত সাহা (২৫), সিরামিকপণ্যের দোকানের কর্মচারী ইমন তালুকদার (১৭) ও রাজমিস্ত্রি রমজান কাজী (১৮)। এর মধ্যে দীপ্ত সাহাকে নিজেদের কর্মী দাবি করে আসছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা।

চাঁদাবাজমুক্ত করেই ঘরে ফিরব

 

https://www.profitableratecpm.com/dsvjnc9f?key=0ec2a3dba38d3666b73fecb17ea7d118Sssচাঁদাবাজমুক্ত করেই ঘরে ফিরব  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চেয়েছিলাম চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। কিন্তু গণ–অভ্যুত্থানের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, রাজপথে আছে। আমরা চাঁদাবাজদের ভয় পাই না। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরবে ইনশা আল্লাহ।’ 
Ssshttps://www.profitableratecpm.com/xupvz3c6c?key=d943bd6650662e6960b788f5b0af4d17


মঙ্গলবার রাতে বরিশালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে এই পথসভা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা তৈরি করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি, রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে আছে। আমরা দেখছি, নিজেদের মধ্যে অন্তঃকোন্দল চলছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে।’Ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43 

জেলা ‘এনসিপি এমন রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে...

 Ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43জেলা ‘এনসিপি এমন রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে...প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০০: ১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে সব নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সে জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43


শনিবার রাতে বান্দরবানে এক পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।


এনসিপির নেতারা রাত আটটার দিকে বান্দরবান শহরে এসে পৌঁছান। এরপর বান্দরবান প্রেসক্লাব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের কয়েকটি সড়ক ঘুরে আবার প্রেসক্লাব চত্বরে এসে পদযাত্রা শেষ হয়। পরে রাত সাড়ে আটটার দিকে সেখানে পথসভা শুরু হয়।বাংলাদেশে বহু জাতিসত্তার মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছেন উল্লেখ করে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তরের সংবিধান সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করে জাতিতে জাতিতে, ধর্মের সঙ্গে ধর্মের ও ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষতার বিভাজন তৈরি করে রেখেছিল। এই বিভাজনের মাধ্যমে লুটপাটকারীরা সুবিধা নিয়েছে।’

Ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43

এনসিপির আহ্বায়ক আরও বলেন, এনসিপি জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতায় প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সব বিভাজন দূর করে আলাপ-আলোচনার মাধ্যমে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হবে।চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুরের নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, একটি দলের পরিচয়ে এটা করা হয়েছে। যে অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।


এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অতীতে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দেওয়া অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মুজিববাদী সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সেই ব্যবস্থা দূর করতে চায়।হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হলো ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার। সরকারের উচিত দ্রুত বিচার ও সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পদক্ষেপ নেওয়া।

Ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সভাপতিত্ব করেন দলটির বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক শহিদুর রহমান।

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজের ক্যাপ্টেন ইঞ্জিনের জ্বালানি বন্ধ করেছিলেন!...

 ভারতে বিধ্বস্ত উড়োজাহাজের ক্যাপ্টেন ইঞ্জিনের জ্বালানি বন্ধ করেছিলেন!... 


সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সজাগ থাকতে হবে - মির্জা ফখরুল...

 Ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সজাগ থাকতে হবে - মির্জা ফখরুল...  sss ১৯ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। বিস্তারিত ভিডিওতে...ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43


ইউক্রেন সরকারে বড় রদবদল জেলেনস্কির, নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ...

Aaahttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6ইউক্রেন সরকারে বড় রদবদল জেলেনস্কির, নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ...aaahttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6
Aaahttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6