Followers

চাঁদাবাজমুক্ত করেই ঘরে ফিরব

 

https://www.profitableratecpm.com/dsvjnc9f?key=0ec2a3dba38d3666b73fecb17ea7d118Sssচাঁদাবাজমুক্ত করেই ঘরে ফিরব  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চেয়েছিলাম চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। কিন্তু গণ–অভ্যুত্থানের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, রাজপথে আছে। আমরা চাঁদাবাজদের ভয় পাই না। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরবে ইনশা আল্লাহ।’ 
Ssshttps://www.profitableratecpm.com/xupvz3c6c?key=d943bd6650662e6960b788f5b0af4d17


মঙ্গলবার রাতে বরিশালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে এই পথসভা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা তৈরি করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি, রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে আছে। আমরা দেখছি, নিজেদের মধ্যে অন্তঃকোন্দল চলছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে।’Ssshttps://www.profitableratecpm.com/u7edsew0?key=483f257b23bcf5cf00da1d1748c66c43 

No comments:

Post a Comment