গোপালগঞ্জে হামলা পরিবারের দাবি, তাঁরা রাজনীতি করতেন না...গোপালগঞ্জে হামলা পরিবারের দাবি, তাঁরা রাজনীতি করতেন না...https://www.profitableratecpm.com/dsvjnc9f?key=0ec2a3dba38d3666b73fecb17ea7d118
গোপালগঞ্জে নিহত চারজন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে পরিবারগুলো দাবি করেছে। নিহত চারজনের মধ্যে দুজন দোকানি, একজন দোকান কর্মচারী ও অন্যজন রাজমিস্ত্রি। দুজনের বয়স ২০-এর নিচে।বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ওই চারজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রতিবেদকেরা নিহত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন।
নিহত চারজন হলেন মুঠোফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক দোকানি দীপ্ত সাহা (২৫), সিরামিকপণ্যের দোকানের কর্মচারী ইমন তালুকদার (১৭) ও রাজমিস্ত্রি রমজান কাজী (১৮)। এর মধ্যে দীপ্ত সাহাকে নিজেদের কর্মী দাবি করে আসছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা।
No comments:
Post a Comment