Followers

Showing posts with label বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজন করল ট্রান্সক.... Show all posts
Showing posts with label বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজন করল ট্রান্সক.... Show all posts

বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজন করল ট্রান্সক...

 Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজন করল ট্রান্সক...    
ট্রান্সকম লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘ট্রান্সকম কেয়ারস’ শীর্ষক রক্তদান কর্মসূচি, বুধবার দুপুরেছবি: ট্রান্সকমের সৌজন্যে  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে ‘ট্রান্সকম কেয়ারস’ শীর্ষক জরুরি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ট্রান্সকম লিমিটেড।
Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন বিপুল পরিমাণ রক্ত। সেই ডাকে সাড়া দিয়ে ট্রান্সকম লিমিটেডের প্রধান কার্যালয়ে বুধবার আয়োজিত হলো রক্তদান কর্মসূচি। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা—দুই পালায় চলে এই রক্তদান। এতে অংশ নেন ট্রান্সকমের বিভিন্ন বিজনেস ইউনিটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করেছে ট্রান্সকম লিমিটেড। মানবিক এই উদ্যোগ সম্পর্কে ট্রান্সকম লিমিটেডের করপোরেট হেড অব এইচআর এম সাব্বির আলী বলেন, ‘এ রকম জাতীয় দুর্যোগের সময়ে দাঁড়িয়ে, যেখানে শতাধিক মানুষ, বিশেষ করে শিশুরা জীবনের সাথে লড়াই করছে, আমরা চেয়েছি শুধু শোকপ্রকাশ ছাড়াও অর্থবহ কিছু করতে। নিজ নিজ স্থান থেকে এভাবে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।’বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ট্রান্সকম কেয়ারস’ নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রান্সকম লিমিটেড চায় যেকোনো প্রয়োজনে কার্যকর ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে নিরলসভাবে দেশের মানুষের পাশে থাকতে।ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6