প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০: ৫৯জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তোলা ছবিপ্রথম আলো ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শ্রমিক হলেন ওই ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জনাব মন্ডলের ছেলে যদু মিয়া (৩৫)। তাঁরা দুজন নির্মাণশ্রমিক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়া এলাকার একটি মসজিদে মাসখানেক আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর আজ বিকেল সাড়ে চারটার দিকে মোশারফ ও যদু ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যান। এ সময় ভেতরেই অচেতন হয়ে পড়েন তাঁরা। বিষয়টি অন্য শ্রমিকেরা টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
Ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. রহিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সম্প্রতি সেপটিক ট্যাংকটি নির্মাণ করা হয়েছিল। ট্যাংকের ভেতরে সাটার (কাঠের পাটাতন) ও বাঁশ খুলতে প্রথমে একজন ওই ট্যাংকের ভেতর নামেন। কিন্তু তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরও একজন নামেন, তখন তাঁরও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে অন্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং তাঁরা তাঁদের দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁরা উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।রহিজ উদ্দিন বলেন, ‘আমরা সেখানে গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করি। পরে তাঁদের দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।’...ssshttps://www.profitableratecpm.com/a2rkypwk2w?key=a1fcc43b23a7c1a394c2d10bb890eec6
No comments:
Post a Comment